Header Ads

সামাজিক স্ট্যাটাস দুর্নীতির কারণ!

মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে,
কাউকে দিওনা দোষ পিতার দোষে।
ঘুষ-দুর্নীতির সাথে আমরা এত বেশী পরিচিত
যে, এখন আমরা এগুলোকে আমাদের
জীবনেরই একটা অংশ হিসেবে ধরে নিয়েছি।
কালে-ভদ্রে যদি দু একটা দুর্নীতির
কথা আমরা পত্রিকা বা কোন সংবাদ
মাধ্যমে পড়ে থাকি তবে কিছুদিন ছিঃ ছিঃ করি।
ফেসবুকে দুই একটা জ্বালাময়ী স্ট্যাটাস দেই, আর
বেশী উৎসাহী হলে কয়েকজন মিলে মানব
বন্ধন করি।
যে লোকটা দুর্নীতি করেছে তাকে নিয়ে কয়েকদিন
বাজার গরম রাখি। ব্যাস, হয়ে গেল আমাদের কর্তব্য
পালন।
প্রিয় পাঠক, আমরা কি একবারও
ভেবে দেখেছি যে মানুষটি দুর্নীতি করছে,
সে আসলে কেন করছে? শুরুতেই
বলা হয়েছে মানুষ নিষিদ্ধ পল্লিতে জন্মাক আর
কোন সাধুর ঘরেই জন্মাক- সে কিন্তু নিষ্পাপ
হয়েই জন্মায়। জীবনে প্রথম
চাকুরী পাওয়াটা যেমন কঠিন, প্রথম ঘুষ খাওয়াটাও কঠিন ।
যে জীবনে কোটি কোটি টাকার
দুর্নীতি করে, তাঁরও প্রথম
দুর্নীতি করা টাকাটা তাকে একটু হলেও মনকষ্ট
দিবেই। আসুন দেখি নিচের
ঘটনা গুলো যারা সমাজে দুর্নীতি করে তাঁদের
দুর্নীতির পিছনে অনেকাংশেই দায়ী কি না?
সরকারী কর্মকর্তা রহমান সাহেব সারাদিন অফিস
করে বাসায় যখন আসেন, গায়ের পোশাক
খোলার আগেই স্ত্রীর অভিযোগ- “বজলুর
সাহেব তোমার চেয়ে নিচু
পোস্টে চাকরি করে, অথচ ভাবীকে দেখলাম
নতুন ডায়মন্ড সেট কিনতে।
তুমি আমাকে কবে কি দিয়েছ? ভাবীদের
সাথে যখন কথা বলি তখন লজ্জায় মুখ আমার ছোট
হয়ে যায়। একবারও কি বউ এর কথা ভাব? ” প্রিয় পাঠক,
রহমান সাহেব তাঁর স্ত্রী এর এই স্ট্যাটাস ঠিক
রাখতে এখন কি করবেন? স্ত্রীকে ধরে
পেটানো শুরু করবেন? স্ত্রীকে তালাক
দিবেন? হাজার হলেও সামাজিক স্ট্যাটাস বলে কথা।
রহমান সাহেবের স্ত্রীর মত আরও যে সকল
জিনিস না থাকলে ভাবীদের মাঝে স্ট্যাটাস
থাকে না সে গুলো হল-
১.বছরে একটা গাড়ি বদলানো
২.বছরে একবার বিদেশ ভ্রমণ
৩.মাস শেষে নতুন গহনা কেনা
৪.ঘর ভর্তি শাড়ী
৫.ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম ইস্কুলে পড়ানো
৬.বাংলা ভাষায় কথা বলতে লজ্জাবোধ করা
ইত্যাদি ইত্যাদি।
কী করবো শুধু লিখে গেলাম এই প্রতিবাদে আমার মনে অনেক শান্তি পাই

No comments

ওয়াজ মাহফিলের চরিত্র বদলে গেছে

ওয়াজ মাহফিলের মধ্যে যেদিন থেকে রাজনীতি ঢুকেছে , জামাতিরা ঢুকেছে সেদিন থেকে ওয়াজ মাহফিলের চরিত্র বদলে গেছে ।।  সেদিন থেকে ওয়াজে :১) সাম...

Powered by Blogger.