Header Ads

চেতনায় মুক্তিযুদ্ধ 

আমরা এমন একটি সংসদ চাই যেখানে সরকারী দলও হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরোধী দলও হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।

রাজনৈতিক কারনে তাদের মধ্যে মতভেদ থাকবে, অনৈক্য থাকবে কিন্তু দেশের স্বার্থের প্রশ্নে তাদের মধ্যে কোন মতভেদ থাকবে না।

রাজনৈতিক কারনে তাদের মধ্যে বিতর্ক থাকবে, উত্তপ্ত কথা ছুড়াছুড়ি হবে কিন্তু ক্ষমতায় যেতে কেউ এইদেশেরই চিহ্নিত শত্রুদের সাথে হাত মেলাবে না পরাজিত পাকিস্তানীদের পদলেহন করবে না।

আমরা এমন একটি সংসদ চাই যেখানে সরকারী দল ও বিরোধী দল কেউই গণতন্ত্রের নামে দেশবিরোধী শক্তিকে মদদ দেবে না, রাজনীতি করার সুযোগ দেবে না।

আমরা এমন একটি সংসদ চাই যেখানে সরকারী দল ও বিরোধী দল কেউই বাকস্বাধীনতার নামে আমাদের মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রীয় মূলনীতির বিরুদ্ধে কথা বলার বা সামন্যতম বিরোধিতা করার সুযোগ দেবে না।

আমরা এমন একটি সংসদ চাই যেখানে সরকারী দল ও বিরোধী দল কেউই নিরপেক্ষতার নামে বঙ্গবন্ধু আর জিয়াকে এক কাতারে এক পাল্লায় মাপবে না।

আমরা যদি সজাগ থাকি
আমরা যদি এই দেশের সৃষ্টি ও স্বত্বাকে অস্বীকার না করি তাহলে আমাদের এই স্বপ্ন পুরণ হবেই হবে, ইনশাল্লাহ্, সেটা আজ হোক আর কাল হোক।।

No comments

ওয়াজ মাহফিলের চরিত্র বদলে গেছে

ওয়াজ মাহফিলের মধ্যে যেদিন থেকে রাজনীতি ঢুকেছে , জামাতিরা ঢুকেছে সেদিন থেকে ওয়াজ মাহফিলের চরিত্র বদলে গেছে ।।  সেদিন থেকে ওয়াজে :১) সাম...

Powered by Blogger.