Header Ads

আমাদের শিক্ষা ব্যবস্থা 

যুগে যুগে এদেশে যারা দেশ পরিচালনা করে আসছেন, তারা কেউই বাচ্চাদের নিয়ে সিরিয়াস পদক্ষেপ নিলেন না। এই যে পাচ/ছয় বছরের বাচ্চাদের ভর্তি পরীক্ষা, এর মানে কী? এই অনাচার নিয়ে কেউ ভাবছেন না কেন? এত অসঙ্গতি নিয়ে পক্ষে-বিপক্ষে এত লোক ঝাঁপিয়ে পড়েন, বাচ্চাদের এই অবুঝ বয়সে ভর্তি পরীক্ষার চাপের মতো অসভ্যতা বন্ধে কী পদক্ষেপ নিচ্ছেন? আর কিছু আহ্লাদী বাবা মা আছেন, এগুলো আরও খারাপ। বাচ্চাকে অমুক স্কুলে দিতেই হবে। বাচ্চাকে তমুক স্কুলে না দিলে ইজ্জত থাকবে না। অথচ এই দেশ না শুধু, সারা পৃথিবীতে যে ছেলেমেয়েরা সব জায়গার শীর্ষে আছে, যত বড় বড় পদে আসীন আছে, যত বড় খেলোয়াড়, যত বড় শিল্পী, যত বড় বিজ্ঞানী, যত বড় নেতা, সবাই পড়ালেখা করে এসেছে গ্রামের বা মফস্বলের স্কুল কলেজ থেকে। এখনও প্রতি বছর সেরা সাফল্যে থাকে ঢাকার বাইরের ছেলেমেয়েরাই। তবুও কী এমন মধুর লোভে ঢাকা শহরের এক শ্রেণীর বাবা মা তাদের মাসুম বাচ্চাদের নিয়ে ভর্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন? স্কুলের এই সিস্টেম আর অভিভাবকদের এমন আকাঙ্ক্ষার বিপরীতে শক্তিশালী কমিটি গঠন করে এদের দমন করার অনুরোধ। বাচ্চাদের নিয়ে এমন অসভ্যতা মানা যায় না।

No comments

ওয়াজ মাহফিলের চরিত্র বদলে গেছে

ওয়াজ মাহফিলের মধ্যে যেদিন থেকে রাজনীতি ঢুকেছে , জামাতিরা ঢুকেছে সেদিন থেকে ওয়াজ মাহফিলের চরিত্র বদলে গেছে ।।  সেদিন থেকে ওয়াজে :১) সাম...

Powered by Blogger.