Header Ads

আমরা কারা?

-আমরা কারা? 
-আমরা অধিকাংশ বাঙালি মুসলমান। 

-আমরা অধিকাংশ কি চাই? 
-আমরা চাই আমাদের ছেলেমেয়েরা একদিন লেখাপড়ে করতে ইউরোপ আমেরিকায় যাবে। আমি নিজেও চাই সুযোগ পেলে ইউরোপ আমেরিকায় সেটেল হতে।  

-কেন আমরা ইউরোপ আমেরিকায় সেটেল হতে চাই? নিজেদের ছেলেমেয়েকে সেখানে পাঠাতে চাই? 
-কারন সেখানে নাস্তিক, খ্রিস্টানের দেশে কেউ আমাকে মুসলমান বলে বৈষম্য করবে না। বরং পকেটে টাকা না থাকলে সরকার সাহায্য করবে। সোশ্যাল সাহায্য করবে। 

-ইউরোপ আমেরিকায় সবচাইতে কি ভাল লাগে? 
-তাদের নেতারা সেক্যুলার, ধর্মনিরপেক্ষ। তারা সাইকেলে চড়ে অফিস করে। অধিকাংশের বিরুদ্ধেই দুর্নীতি, অসততার অভিযোগ নাই। রাজনীতি এবং সমাজে বৈষম্যের কোন জায়গা রাখেন নাই। রাষ্ট্রের আইন অনুসারে ধর্ম, বর্ন নির্বিশেষে প্রতিটা মানুষের সমান অধিকার। 

-আমাদের দেশে যে রাষ্ট্রধর্ম করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের দ্বিতীয় শ্রেনীর নাগরিক করে রেখেছেন তার জন্য আমাদের খারাপ লাগে না?
-খারাপ লাগবে কেন। এটা তো গর্বের ব্যাপার। ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে। কারো ভালো না লাগলে চলে যাক। আমরা মুসলমান। গায়ের জোরে আমরাই সেরা। 

- সৈয়দ আশরাফকে কেন আমাদের ভালো লাগে না? 
-কারন তিনি সংবিধান প্রসঙ্গে বলেছিলেন, আমিও হিন্দুও না, মুসলমানও না। আমি সবার সমান অধিকার চাই। রাষ্ট্রধর্ম দেখতে চাই না। তাই তার বিরুদ্ধে কোন দুর্নীতি, অসততার অভিযোগ কেউ কোনদিন না করতে পারলেও তাকে দেখতে পারি না। 

- ইউরোপে আমেরিকায় ধর্মনিরপেক্ষ, সৎ রাজনীতিবিদদের ভালোবাসি, তাদের সাইকেলে চড়া ছবি ফেসবুকে শেয়ার করে আক্ষেপ করি কিন্তু বাড়ি বিক্রি করে নিজের চিকিৎসা করানো সৈয়দ আশরাফকে দেখতে পারি না কেন? 
-ঐ ব্যাটা বাংলাদেশের ইউরোপ, আমেরিকার মতন ধর্মনিরপেক্ষ হবার কথা বলেছিলে। সে যত সৎ হোক, এইটা মানা যায় না। 

-তাইলে সৎ, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার মতন নেতা আসবে কোথা থেকে? 
-জানি না। জানার দরকারও নাই। 

-তাইলে কি সারা জীবন এমনই থাকতে চান? আপনার ভবিষ্যত প্রজন্মও এমন দেশেই থাকুক তাই চান? চান না আমাদের দেশটাও ইউরোপ-আমেরিকার মতন উন্নত, ধর্মনিরপেক্ষ, বৈষম্যহীন, কল্যানকামি রাষ্ট্র হোক? 
-নাহ, চাই না। ছেল ভালো পড়াশুনা করতে স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাবে। নইলে জমি-জিরাত বিক্রি করে আমি-ই পাঠিয়ে দিবো। সুযোগ থাকলে পুরা পরিবার সুদ্ধা নিজেও চলে যাবো।

No comments

ওয়াজ মাহফিলের চরিত্র বদলে গেছে

ওয়াজ মাহফিলের মধ্যে যেদিন থেকে রাজনীতি ঢুকেছে , জামাতিরা ঢুকেছে সেদিন থেকে ওয়াজ মাহফিলের চরিত্র বদলে গেছে ।।  সেদিন থেকে ওয়াজে :১) সাম...

Powered by Blogger.