Header Ads

তথাকথিত শিক্ষা

চুলের কাট দিয়া মানুষ ভদ্র নাকি অভদ্র নির্ধারিত হয়। পুরা ভারতীয় উপমহাদেশে এই শিক্ষা কোন হারামজাদা শিখাইছে আমার খুব জানতে মন চায়। ভালো কোন শিক্ষার পয়দা তো করতেই পারে নাই, দুনিয়ার কুশিক্ষা দিয়ে পুরা উপমহাদেশরে একটা গরু-ছাগলের হাট বানায়ে রাখছে। চুল দিয়া ভদ্রতা নির্নয় হইলে তো পুলিশ, আর্মি, আমলা, রাজনীতিবিদ কারোই দুর্নীতি করার কথা না। অথচ, এই ভদ্র চুলের কাটিং দেয়া লোকেরাই আরেকজনরে অভদ্র বইলা চুল কাটে। পার্কে প্রেমিক প্রেমিকা ধরে আর নিজেরা অফিসের মধ্যে হেরেম খুইলা লাগায়। দেশের যাবতীয় পট মারার কাজ চুলে ভদ্র কাট দেয়া লোকেরাই করে। আজতক কোন তথাকথিত অভদ্র কাটিং দেয়া লোক দেশের ইয়ে মারছে বইলা আমার জানা নাই।

No comments

ওয়াজ মাহফিলের চরিত্র বদলে গেছে

ওয়াজ মাহফিলের মধ্যে যেদিন থেকে রাজনীতি ঢুকেছে , জামাতিরা ঢুকেছে সেদিন থেকে ওয়াজ মাহফিলের চরিত্র বদলে গেছে ।।  সেদিন থেকে ওয়াজে :১) সাম...

Powered by Blogger.